রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে ভস্মীভূত একটি অভিজাত শপিং মলের বেশ কয়েকটি দোকান। পুলিশ সূত্রের খবর, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি শপিং মলে আগুন লাগে গতকাল গভীর রাতে।

দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন রাত তিনটে নাগাদ আগুন লাগে ওই শপিংমলে তৃতীয় তলের ইলেকট্রিক প্যানেলে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

দমকল সূত্রে আরও জানা গিয়েছে যে, প্রথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে মলের তিনতলায়। সামনেই রোজমেরি লেন থেকে দমকল কর্মীরা মলের কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে। মলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে আগুন লাগার সময় মলের তৃতীয় তলে একজন নিরাপত্তা কর্মী আটকে পড়েন। দমকল কর্মীরা তাদের ইঞ্জিনের লেডারের এর সাহায্যে আটকে পড়া কর্মীকে উদ্ধার করে। বর্তমানে মলের আগুন নিয়ন্ত্রণে। তবে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান ব্যবসায়ীদের।

আগুন লাগার ফলে মলের বহু দোকান ক্ষতিগ্রস্ত। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। বর্তমানে ক্ষতিগ্রস্ত জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।