অবতক খবর,৩১ জুলাই:ইসলামপুর:ভ্যাকসিন বন্টন বিষয়ে পুরসভার ভূমিকা নিয়ে ইসলামপুরে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের দপ্তরে সাংবাদিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন, সম্পাদক প্রবীর দাস এবং ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা। ইসলামপুর পৌরসভা ভ্যাকসিন প্রদানের জন্য যে টিকিট বন্টন শুরু হয়েছে তারা মূলত সে বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তারা জানান পৌরসভার প্রশাসক কোন নিয়ম অনুসরণ করে এই ভ্যাকসিনের কুপন সাধারণ মানুষকে বন্টন করছেন? তিনি একজন রাজনৈতিক দলের জেলা নেতৃত্বের পদে রয়েছেন। সেখান থেকে এভাবে কুপন বন্টন করা যায় না। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন তারা। অনেকেই সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন পাচ্ছেন না বলেও দাবি করেছেন তারা।এমনকি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যাকসিন প্রদান কর্মসূচির বিষয়টি তারাই পুরসভার চেয়ারম্যানকে জানিয়ে ছিলেন এবং সেটিই প্রয়োগ করা হচ্ছে এলাকায়।