ভোট হওয়ার আগে ফলাফল ঘোষণা করছে কিছু সংস্থা-অধীর চৌধুরী।

অবতক খবর, সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে , ভোটের ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে তাহলে ভোট করার কি প্রয়োজন আছে ? এই গাঁজাখুরি গল্প সংবাদ জগৎ পেশ করছে , এই ফলাফলে বিরোধীদলের মানসিকতাকে দুর্বল করছে দৃহ ভাবে প্রতিবাদ করছি। আমি এই ভোটের ফলাফল মিলতে দেব না যেখানে কংগ্রেস এর আগে বেশি সিট পেয়েছিল সেখানে এবার অনেক কম দেখাচ্ছে এই সংস্থাগুলি। এই ব্যাপারে প্রতিবাদ জানানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার যত বড় আইকন যাদেরকে মানুষ শ্রদ্ধা করে , কায়দা করে বিজেপি সরকার মতাদর্শে মানানোর জন্য ব্যক্তির সম্মান নিয়ে তারা যা না তাই করছে। নেতাজি ,মহাত্মা গান্ধী , রবীন্দ্রনাথ এই দলের সঙ্গে কোনো মিল নাই সরদার বল্লভ ভাই প্যাটেল কে বিজেপি প্যাটেল করে নিয়েছে , বাদ শুধু যাচ্ছে কংগ্রেসের আইকন রা জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ,রাজীব গান্ধীর মত ব্যক্তিরা।

পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটি ভোট হয়নি অথচ দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের প্রশাসক বানিয়ে রেখে দেওয়া হচ্ছে। ইলেকট্রড় প্রশাসক হতে পারে কিন্তু রাজনৈতিক ব্যক্তি প্রশাসক হতে পারে না এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ভ্যাকসিন নিয়ে নরেন্দ্র মোদী করোনা মুক্ত করতে চাইছে দেশকে। ভ্যাকসিন , স্বাস্থ্য মন্ত্রীর হাত দিয়ে শুরু হওয়া উচিত ছিল এর সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরে ব্যাপার , কিন্তু চালু করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিন আসার পর সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া উচিত ছিল। রাজনৈতিক উপকরণে পরিণত করেছে। ডাক্তার ভ্যাকসিনে আস্তা না পেয়ে কোভিদ সিল নিতে চাইছেন , তাহলে সাধারণ মানুষ কি করে এই ভ্যাকসিনে আস্তা পাবে।