অবতক খবর,২৭ আগস্ট,বাঁকুড়াঃ- ভোট পরবর্তী হিংসার তদন্তে বাঁকুড়ায় এলেন সিবিআই আধিকারিকরা।

শুক্রবার বিকেলে সিবিআই এর এক তদন্তকারীদল কোতুলপুরের রায়বাঘিনী গ্রামে আসেন। তারা গ্রামে এসে কথা বলেন ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার বলি কুশ ক্ষেত্রপাল নামে এক বিজেপি সদস্যের মায়ের সঙ্গে।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে ভোট পরবর্ত্তী হিংসার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আর ঐ তদন্তে নেমেই এদিন সিবিআইএর ঐ তদন্তকারী দলটি কোতুলপুরের রায়বাঘিনী গ্রামে আসেন। তারা কথা বলেন রাজনৈতিক হিংসার বলি ঐ গ্রামের কুশ ক্ষেত্রপাল নামে এক পরিবারের সদস্যদের সঙ্গে। যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোন প্রশ্নের উত্তর সিবিআই তদন্তকারী আধিকারিকরা দেননি।

প্রসঙ্গত, গত ৬ মে থেকে বিজেপি কর্মী কুশ ক্ষেত্রপাল নিখোঁজ ছিলেন। পরে ৮ মে গ্রামের এক পুকুর পাড় থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধায হয়।