অবতক খবর,২৪ জুলাইঃ শনিবার আনুমানিক বিকেলে ৫টা নাগাদ ৬টি গাড়িতে আসেন CBI আধিকারিকরা। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় কোচবিহারের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি কর্মী শ্রীধর দাস মারা যান। সেই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ব্রাহ্মণের চৌকিতে ধৃত পাঁচজনের বাড়িতে তল্লাশি চালায় CBI আধিকারিকরা।

বর্তমানে ধৃত পাঁচজন রতন রায় সরকার, নকুল রায় সরকার, লিটন শীল, লিটন ভৌমিক ও প্রমথ বরকায়েত এই পাঁচজনের বাড়িতে তল্লাশি চালায়। দীর্ঘ প্রায় চার ঘন্টা তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি বলে সূত্রের খবর। এই ঘটনায় ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল রায় সরকার বলেন আমি CBI নোটিশ পেয়ে গোপালপুর CBI অফিসে হাজিয়ে দিতে যান কিন্তু CBI আধিকারিকরা ব্যস্ত থাকায় সুনীল রায় সরকারের হয়নি বলেই জানান তিনি।