অবতক খবর: গলসির মানকরের বুদবুদ মহাকালী বিদ্যালয়ে ঢোকার সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বুদবুদ ব্লক কংগ্রেস সভাপতি জয়গোপাল দে ও গ্রাম সংসদের কংগ্রেস প্রার্থী অসিতকুমার মুখোপাধ্যায়-সহ কংগ্রেস কর্মীরা। তাঁরা মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি। অভিযোগ, অসিতবাবুর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে । দেগঙ্গায় জগদীশচন্দ্র পলিটেকনিক কলেজের কেন্দ্রে বহিরাগতদের দাপাদাপি। জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশের।অবৈধ জমায়েত হঠাতে সামশেরগঞ্জে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর। তুমুল উত্তেজনা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একসঙ্গে রাস্তা অবরোধে অবরোধ বাম-বিজেপি-কংগ্রেসের।

গলসিতে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ার সাঁকরাইলে গণনাকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। গেট ভেঙে ঢোকার চেষ্টা। রানীগঞ্জে ভোট গণনাকেন্দ্রের বাইরে সমর্থকদের নিয়ে বসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।“ছাপ্পা দিয়েও ভয় পাচ্ছে তৃণমূল। বোমাবাজি করছে”, অভিযোগ বাম ছাত্র নেতা প্র্তিকুর রহমানের। গাইঘাটায় গণনাকেন্দ্রের বাইরে হাজার মানুষের জমায়েত। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের।মালদহে গণনাকেন্দ্রের সামনের জমায়েত হঠাতে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর।