অবতক খবর , সেখ নাদিম , বীরভূম :- বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের কর্মী সমর্থক থেকে বিধায়করা বিভিন্ন গ্রামে ঘুরছেন জনসংযোগ বাড়াতে। আর এই জনসংযোগ বাড়াতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি। যদিও তাঁর অভিযোগ এটা পুরোপুরি বিজেপির চক্রান্ত।

ঘটনাটি ঘটে গত ২০ তারিখ অর্থাৎ বুধবার বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। ঐদিন একটি ক্লাবে আলোচনা সেরে ফেরার সময় বিধায়ককে দেখে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে।

গ্রামবাসীদের অভিযোগ ভোটে জেতার পর ৫বছর এলাকায় বিধায়ককে দেখা যায়নি। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা। বিধায়ক সেইসময় গ্রামবাসীদের জানান কাজ হয়নি তো আপনারা আমাকে জানালেন না কেন ? এর উত্তরে গ্রামবাসীরা জানান প্রতিবাদ করতে গেলেই তো কেস দেওয়া হবে। যদিও বিধায়ক জানান তা কি কখনো হয়। এইভাবে গ্রামের বাসিন্দারা বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন।