অবতক খবর,২৭ মার্চ: ভোটে জিতলে প্রথমেই সুন্দরবনের নদী বাঁধ মেরামতের কাজ করবেন, ঘোড়ামারাতে ভোট প্রচারে গিয়ে বললেন তৃণমূল প্রার্থী বাপি হালদার।

প্রতি বছর প্রাকিতিক দুর্যোগে বিদ্ধস্ত সাগর বিধানসভার বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপ।
এই দ্বীপের মূল সমস্যা নদী বাঁধের ভাঙন।
আম্ফান ঘূর্ণি ঝড় ও ইয়াসের বন্যায় চাষ যোগ্যতা হারিয়েছে ঘোড়ামারা দ্বীপের চাষের জমি গুলো।
এখনো হয়নি নদী বাঁধের কাজ।
প্রতিনিয়ত বাঁধ ভাঙ্গনের আতঙ্কে
দিন কাটাচ্ছে এই ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা।
আজ বাইক চালিয়ে ভোট প্রচারে ঘোড়ামারা দ্বীপে মানুষের কাছে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। নদী বাঁধ ঘুরে দেখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাপি হালদার।
সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপে লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে
তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরলো এখানকার বাসিন্দারা।
সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার।
ভোটে জিতলে প্রথমেই সুন্দরবনের বেহাল নদী বাঁধগুলি মেরামতের কাজ করবেন বলে ঘোড়ামারা থেকে জানালেন তৃণমূল প্রার্থী বাপি হালদার।