অবতক খবর: রাজ্যে শনিবার , আজ ত্রিস্তরিয় পঞ্চায়েত ভোট হচ্ছে। কিন্তু দিনহাটা জুড়ে শুধুই ভোটের নামে চলছে প্রহসন আর অরাজকতা। ভোট শুরুর আগে দিনহাটায় বুথ তছনছ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ বুথে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়া হয়। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে কীভাবে তাণ্ডব চলল? কারা তাণ্ডব চালাল? ভোট আদৌ শুরু করা যাবে? মুখে কুলুপ প্রিসাইডিং অফিসার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।

অপরদিকে, দিনহাটায় ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হল। ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে হয় বলে দাবি বিজেপির।

দিনহাটার খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষ। অভিযোগ,প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয়। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরা এসে ব্যালট পেপার ফেলে দেয়। বুথ ভাঙচুর করে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মেরে তাড়ানো হয় বলে অভিযোগ।