অবতক খবর,২৬ জুলাই: ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে এবং জাল নিয়োগপত্র বানিয়ে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী এক আইনজীবী দম্পতির জানান, ২০১৬ সালে জমি রেজিস্ট্রি করতে গিয়ে বরানগরের বাসিন্দা কৃশাণু মণ্ডলের সঙ্গে আলাপ হয় তাদের। এরপর তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ওই যুবক এবং তাঁদের কাছে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় ওই যুবক। এরপর সিবিআই অফিসে নিয়োগের কথা বলে ২০১৮ সাল থেকে দফায় দফায় প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ওই দম্পতি। কিন্তু বারবার বলা সত্ত্বেও নিয়োগ নিয়ে আর কোনো কথাই বলেনি ওই যুবক। উচ্চবাচ্য করেনি অভিযুক্ত। এরপরই দম্পত্তি পুলিশের দ্বারস্থ হন।

গতকাল বরানগর থানায় অভিযোগ দায়ের হয়। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নিয়োগপত্র, ভুয়ো নথি।