অবতক খবর,১৭ জুন,জলপাইগুড়ি: বৃহস্পতিবার দুপুরে শিশুর টিকা দিতে যায় শিশুর পরিবার টিকা দেওয়া হয়ে গেলে বাড়িও ফেরেন, কয়েক ঘণ্টার ব্যবধানে শিশুটি অসুস্থ বোধ করে বলে জানান শিশুর বাবা প্রসেনজিৎ রায়।

অভিযোগ, ৩ মাসের টিকার বদলে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে শিশুটিকে। পার্শ্ববর্তী এলাকায় একটি মহামায়া অস্থায়ী সেন্টার করা হয়, সেখানে গিয়ে ঘটে বিপত্তি এমনটাই অভিযোগ পরিবারের।

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ির মধ্য খট্টিমারি এলাকায়।

শুক্রবার সকালে ঘটনার পরিপ্রেক্ষিতে ধুপগুড়ি থানার দ্বারস্থ হয় শিশুর পরিবার, দায়ের করা হয় লিখিত অভিযোগ।

পরিবারের দাবি সঠিক তদন্ত করা হোক কি কারণে শিশুর মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।