ভাষা দিবস পালন নদিয়া শিমুরালি ও কল‍্যানীতে

অবতক খবর ,নদীয়া: আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শিমুরালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন মঞ্চ এর পক্ষ থেকে অমর ২১শে স্মরণে এক প্রভাত ফেরি র আয়োজন করা হয়। শিমুরালীর মাতৃভাষা প্রেমী বহু মানুষ এই মিছিলে পা মেলান। শিমুরালী ৪৭ টি রেলগেট থেকে মিছিলের শুভ সূচনা হয় সকাল সাতটায়। চাঁন্দুড়িয়ার বিভিন্ন পথ পেরিয়ে মিছিল শিমুরালী হাসপাতাল পাড়া ঘুরে বাজারের মধ্যে দিয়ে এসে আবার রেলগেটের ধারে শহীদ স্মারকের সামনে সমাপ্ত হয়। সেখানে সকলে মিলে একসাথে এক দীর্ঘ ফুলের মালা স্মারকে অর্পণ করে। শহীদদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে র প্রথম পর্বে ইতি টানা হয়।

পাশাপাশি নদিয়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পালিত হলো আজকের এই দিনটি। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকর কুমার ঘোষ।  কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রাঙ্গণে ভাষা শহীদ বেদী আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপাচার্যের দাবি এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় স্থায়ী ভাষা শহীদ বেদী উদ্বোধন করা হলো।