অবতক খবর,৩০ জুন,মালদাঃ— ভালুকা গ্রাম পঞ্চায়েতে দুই জায়ের লড়াই।

পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে এবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা অঞ্চলে দুই জায়ের লড়াই। একই পরিবারের দুই ভাইয়ের স্ত্রী এবারে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এবং বিরোধী বিজেপির থেকে প্রার্থী হয়েছেন। ভালুকা গ্রাম পঞ্চায়েতের ১২৮ নম্বর ফতেপুর বুথ থেকে লড়াই করছেন দুই জা। বাড়িতে এরা সম্পর্কে একে অপরের জা হলেও নির্বাচনের ময়দানে একে অপরের প্রতিপক্ষ। একজনের নাম পুতুল যাদব তিনি এবার ভালুকা অঞ্চলের ফতেপুর থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। অন্যজন তার প্রতিদ্বন্দ্বী পুতুল ঘোষ তিনি বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী। দুই পক্ষই পুরো দমে প্রচারে নেমে পড়েছে।

দুই জা এর লড়াই দেখতে, মুখিয়ে রয়েছে ভালুকা বাসি। পঞ্চায়েতে কে দখল করবে ফতেপুরের আসল সেটাই এখন দেখার অপেক্ষা।

এদিন ফতেপুর গ্রামে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী পুতুল যাদব জানান আমি এ বছর এই অঞ্চল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছি জনগণের ভালই সাড়া পাচ্ছি মানুষ দিদির উন্নয়ন দেখে আমাকে ভোট দেবেন। আমি আশাবাদী আমি ১০০% মানুষের সমর্থন পাব।

অন্যদিকে তার জা বিজেপি প্রার্থী পুতুল ঘোষ জানান বিগত পাঁচ বছরে এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একের উপর এক দুর্নীতি হয়ে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বন্যা ত্রান কেলেঙ্কারিতে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে এলাকায় সবই তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নেতৃত্বে মানুষ তাই এবারে তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করবে বলেই আমরা আশাবাদী।

তবে দুই জায়ের লড়াই এ শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।