অবতক খবর,৬ আগস্ট: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুড়ো পাশলা গ্ৰাম পঞ্চায়েতের নিমগ্ৰামের জামিরুল সেখের বাড়ির পাশে জল নিকাশের ব্যবস্থা না থাকায়, ভারী বৃষ্টি হওয়াতে ভেঙে পড়ল বাড়ি।
অল্পের জন্য বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও, রক্ষা পেল না বাড়ির গৃহপালিত পশু গুলি।

জমিরুল সেখ জানান যে, লকডাউনের কারণে কাজ হারান তিনি। গোষ্ঠী থেকে ৪৭ হাজার টাকা লোন নিয়ে তিনি ১২টি ছাগল ও ভেড়া কিনেছিলেন। জল নিকাশের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টি হওয়াতে মাটির বাড়ি ভেঙে যাওয়ায় ৮টি ছাগল ও ভেড়া চাপা পড়ে মারা গেছে।
যদিও গুড়ো পাশলা গ্ৰাম পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দেওয়া হয়েছে।
জমিরুল সেখ জানান যে, সরকার যেন এ ব্যাপারে তাদের পাশে দাঁড়ায় ও কিছু সরকারি সাহায্য করে।অথবা যে গোষ্ঠি থেকে লোন নিয়ে গৃহপালিত পশুগুলি কিনেছিলেন সেই লোনটি মুকুব করে দেওয়া হয়।