অবতক খবর,৯ ফেব্রুয়ারি,নদিয়াঃ ভারত বাংলাদেশ সীমান্তে তারাকাটা দিয়ে ঘেরার কাজের সময় গ্রামবাসীদের বাধার মুখে নদিয়ার ভীমপুর নলুয়াপাড়ার সীমান্তবর্তী এলাকার BSF জওয়ানেরা। বুধবার বিকেলে ভীমপুর থানার নলুয়াপাড়া আজ তার কাটা দেবার কাজ চলা কালীন ওই গ্রামের বেশীরভাগ পুরুষ মানুষ শিমুলিয়ায় হাটবার থাকায় তারা বাইরে থাকেন সেই সুজোগকে কাজে লাগিয়ে BSF জওয়ানেরা কাজ শুরু করেন।এদিন গ্রামের বেশিরভাগ মহিলারা সীমান্তের জিরো পয়েন্টে তারকাটা লাগানো কথা বললেও তাদের কথা কর্নপাত না করে সীমান্তরক্ষী বাহিনী মহিলাদের উপর লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। স্থানীয় এক মহিলা নুর জাহান মন্ডল জানান তারকাটার কাজে আমরা বাধা দেওয়ায় আমাদের মহিলারা প্রায় ১৫ জন আহত হয় এর মধ্যে ১০ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।এর পাশাপাশি মহিলাদের সাথে ২ শিশুও সীমান্তবর্তী রক্ষী বাহিনীর হাতে আহত হয়।সুত্রের খবর এবিষয়ে নদিয়া জেলা শাসক শশাংক শেঠঠীকে ভীমপুর নলুয়াপাড়ার বাসিন্দারা এক স্মারকলিপিও দেন তারপর আজ এই ঘটনা।

আজকের এই ঘটনায় মহিলাদের উপর ব্যাপক মারধর এবং তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তারকাটার কাজে বাধা দিতে গিয়ে লাঠির ঘায়ে গুরুতর আহত বেশ কয়েকজন মহিলা। তাদের দাবী অবিলম্বে সীমান্তে জিরো পয়েন্টে তারকাটা দিক সীমান্তরক্ষীরা আমাদের কোন আপত্তি নেই।কিন্তু বি এস এফ জওয়ানেরা তাদের জমির মধ্যে পড়ে যাবে সেই কারনেই তারা বাধা দিয়েছেন।