ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে রওনা দিলেন শ্যামনগরের ১ যুবক ও ১ বালক

অবতক খবর,১ মেঃ তীব্র উষ্ণায়নে ভুগছে গোটা দেশ। পরিবেশবিদরা বলছেন মাত্রা অতিরিক্তভাবে গাছ, জঙ্গল কাটার ফলেই ধীরে ধীরে তীব্র গরমের ভয়াবহতার সামনে মুখোমুখি হতে হচ্ছে আমাদের। আমাদের প্রত্যেকের উচিত নতুন নতুন চারা গাছ লাগিয়ে পরিবেশকে সতেজ রাখা। এবারে গাছ লাগান প্রান বাাঁচান এই বার্তা নিয়ে অভিনবভাবে স্কেটিং করে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে রওনা দিলেন শ্যামনগরের একজন যুবক ও একজন বালক।

আজ সকালে শ্যামনগর বাসুদেবপুর থেকে স্কেটিং করে তারা রওনা দিলেন বাংলাদেশের ঢাকা শহরের উদ্দেশ্যে। তাদের সাথে দেখা গেল আর একজন যুবকও সাইকেল চালিয়ে রওনা দিলেন বাংলাদেশের উদ্দেশ্যে।

পুরো টিমটিকে শুভেচ্ছা জানাতে বাসুদেবপুর মোড়ে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি অরুণ ব্রহ্ম। সেটিং করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ায় ওই তিনজনকে শুভেচ্ছা জানালেন স্থানীয় বাসিন্দারাও।

তাদের বক্তব্য ভারত বাংলাদেশ বিদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং পরিবেশকে বাঁচাতে গাছ লাগানোর বার্তা দিয়েই তাদের এই যাত্রা।