অবতক খবর,১৫ জুনঃ আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ বিভিন্ন সারনা ধর্ম কোড দিতে হবে সহ একাধিক দাবিদাওয়া নিয়ে ডালখোলায় রেল অবরোধ করে। অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। ঘটনাস্থলে ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায়।

আদিবাসী নেতাদের অভিযোগ ,বেআইনিভাবে আদিবাসীদের উপাস্য দেবতা মারাং বুরুর তীর্থস্থান পরেশ নাথ পাহাড় জৈনদের হস্তান্তর করা হয়েছে। তা অবিলম্বে আদাবাসিদের হাতে তুলে দিতে হবে । সারনা কোডকে মান্যতা দিয়ে সাঁওতালি ভাষাকে ঝাড়খন্ডের প্রথম ভাষার স্বীকৃতি দিতে হবে। পরে অবশ্য পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।