কার্তিক গুহ :: অবতক খবর :: ১৮ নভেম্বর :: ঝাড়গ্রাম ::   ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মাধ্যমে শিক্ষক শিক্ষণের ডিএলএড কোর্স চালু ও ছাত্রছাত্রী ভর্তির সরকারি বিজ্ঞপ্তি জারির দাবিতে জেলা জুড়ে রাস্তা অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা মহল। ভারত জাকাত মাঝির ডাকা পথ অবরোধের জেরে স্তব্ধ ঝাড়গ্রাম। অবরোধের জেরে সকাল থেকেই স্তব্ধ পাঁচ নম্বর রাজ্যসড়ক। রাস্তায় কোন যাত্রীবাহী বাসের দেখা নেই। ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন বহু যাত্রী। সকালে কাজে বেরিয়ে বাস না পেয়ে ফিরেও গেছেন অনেকে।

সোমবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় রাজ্য সড়ক অবরোধ। বেলপাহাড়ি ব্লকের শিলদার মোড়, লালগড় ব্লকের রামগড় বাজার, জামবনি ব্লকের পড়িহাটি মোড়, ঝাড়গ্রাম ব্লকের সারদা স্কুল মোড়, বেলিয়াবেড়া ব্লকের তপসিয়া মোড়, গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়, সাঁকরাইল ব্লকের কুলটিকটি বাজার এবং নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানির মোড় অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা।

ভারত জাকাত মাঝি পরগনা মহলের ঝাড়গ্রাম তল্লাটের উপদেষ্টা শিবশঙ্কর সরেন বলেন, ‘‘আমাদের আজকের অবরোধ পূর্ব ঘোষিত কর্মসূচি । ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সাঁওতালি মাধ্যমে ঝাড়গ্রাম জেলায় ডিএলএড কোর্স চালুর দাবিতেই এই কর্মসূচির ডাক দিয়েছি আমরা। জেলার প্রতিটি ব্লকেই আমাদের অবরোধ কর্মসূচি চলছে। সরকার আমাদের দাবি মেনে নিলে তবেই অবরোধ তুলব আমরা।’’