অবতক খবর,২৫ মার্চঃ ইন্টার ন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ(ইসলোক) আয়োজিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার চন্দ্রনাথ শীর্ষে পদার্পণের ১৬৩তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভার ডাক দিল অন্তরাষ্ট্রীয় লোকনাথ মন্দির কমিটি। বাংলাদেশের সীতাকুণ্ড,চিত্তগ্ৰাম অঞ্চলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন দেশ বিদেশের লোকনাথ ভক্তরা। চাকলার লোকনাথ মন্দিরের অন্যান্য সদস্যরাও সেখানে যোগ দেন। বীজপুর থেকে এই আলোচনা সভায় যোগ দেন কাঁচরাপাড়ার বিশিষ্ট সমাজসেবী সুদামা সিং। তিনি ভারতের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেন। সেখানে তাঁকে সংবর্ধিত করা হয়। এই আলোচনা সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।

সুদামা সিং এই আলোচনা সভায় বক্তব্য রাখতে পেরে আপ্লুত এবং গর্বিত বলে আমাদের জানান।

তিনি বলেন,সকলে মিলে একসাথে আমাদের লোকনাথ ব্রহ্মচারীর নাম দিকে দিকে প্রচার করতে হবে।

২৪ এবং ২৫শে মার্চ এই দুই দিন ব্যাপী চলবে এই আলোচনা সভা।