নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ৮ই ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা :: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আঞ্চলিক কমিটির ডাকে গতকাল কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া এনআরসি সহ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে নৈহাটি ১ নং প্ল্যাটফর্মে পথসভার আয়োজন করা হয়।

উক্ত সভায় ভাষণ রাখেন প্রাক্তণ সিপিআইএমের সাংসদ তড়িৎবরণ তোপদাড়। এছাড়াও বক্তব্য রাখেন নৈহাটি শাখার ছাত্র ফেডারেশনের সম্পাদক অর্ণব পাল, নৈহাটি মহিলা কমিটির সম্পাদিকা ইন্দ্রকুন্ডু মুখার্জী, নৈহাটি শাখার যুব সম্পাদক অভিষেক ভট্টাচার্য্য সহ পশ্চিমবঙ্গ রাজ্য যুব ফেডারেশনের সদস্য অরুপ মুখার্জী সহ অন্যান্য নেতৃবর্গ।

উক্ত অনুষ্ঠানে তড়িৎ বাবু বলেন, কেন্দ্রীয় সরকার স্বৈরাচারীভাবে এনআরসি আনতে বদ্ধপরিকর।  সিপিআইএম দল কিছুতেই এনআরসি মানবে না বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ সাম্প্রতিক পেঁয়াজের অগ্নিমূল্য হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রশাসনকেই দায়ী করেন।