ভারতীয় কমিউনিস্ট পার্টি ফরাক্কা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ ফরাক্কা ব্যারেজ জল ট্যাংকি সংলগ্ন এলাকায় মঞ্চ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

অবতক খবর,১০ এপ্রিলঃ ভারতীয় কমিউনিস্ট পার্টি ফরাক্কা উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ ফরাক্কা ব্যারেজ জল ট্যাংকি সংলগ্ন এলাকায় মঞ্চ করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।সোমবার সকাল থেকে ১১থেকে ৫ পযন্ত চলবে এই কর্মসূচি।মূলত ফরাক্কা ব্যারেজের বিভিন্ন ফেরি ঘাটে যে সকল ঘাট মাঝিকে বসানো হয়েছে তাদেরকে পুনরায় নিয়োগ করতে হবে।

কর্মরত মৃত শ্রমিক পরিবারের পরিবার থেকে স্বচ্ছ ভাবে নিয়োগ করতে হবে,নিয়োগ করার জন্য কোন রকম টাকা দিয়ে নিয়োগ করা যাবে না যারা টাকা দিয়ে কাজে ঢুকেছে তাদের টাকা ফেরৎ দেবার কথা বলা হয়।কোন রকম রাজনৈতিক দলের কোটা দিয়ে নিয়োগ করা চলবে না। এই সমস্ত দাবী নিয়ে আজ এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দেবার পর এই কর্মসূচি শেষ হবে।এই দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন নেতৃত্বরা।