২ সেপ্টেম্বর’২০ জন্মশতবর্ষ পূর্ণ করলেন জনকবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আজীবন মানুষের পাশে থাকা মানুষ। রাষ্ট্রকে হিম্মৎ দেখানোর স্পর্ধা ছিল তাঁর।

ভাতের কবি
তমাল সাহা

তুমি কি সেই মানুষটিকে চেনো
জন্ম থেকেই যে শুনেছে কান্না,
একমুঠো ভাত মা।

তুমি কি সেই মানুষটিকে দেখেছো,
যে দেখেছিল, ধূমাবতী জন্মভূমি
সন্তানের দুর্ভিক্ষের ভাত কেড়ে খায়।

তুমি কি সেই মানুষটিকে জানো
যে বলেছিল, পেটের আগুন খিদে,্
হাঁটতে শিখেছে
পা দুটি তার খিদে
পৃথিবী গিলছে।

তুমি কি সেই মানুষটিকে বুঝেছো
যে স্বপ্নে দেখে ভাত
তার স্বপ্নে নাচে ভাত।
যে বলে, আমাদের আদিম দেবতা খিদে।
পৃথিবী ও রুটি একাকার,
পৃথিবীর মতো রুটিও ঘোরে।
রুটি-ভাত,ভাত-রুটি
এটাই জীবনের সব—
এর জন্যই লড়াই স্লোগান, মিছিল
জীবনের মহাকলরব।