অবতক খবর,৪ জুনঃ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতি বঞ্চনা করছে এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনা ও তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে ভাটপাড়া বিধানসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে রথতলা মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।

যেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। সভামঞ্চ থেকেই একযোগে সিপিএম ও বিজেপিকে নিশানা করেন সাংসদ। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি দিলীপ ঘোষ নাম না করে সাংসদ কে কটাক্ষ করে বলেন উনার অন্য দলে গিয়ে দম বন্ধ হয়ে আসছে।তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই কার্যত দায়। তার পাল্টা হিসেবেই সাংসদ অর্জুন সিং দিলীপ ঘোষ কে কটাক্ষ করে বলেন, উনি জানেন না ব্যারাকপুরের রাজনীতি। দিলীপবাবু যত মুখ খুলবেন ততো আমাদের পক্ষে ভালো। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের সময় গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় আমি একা বিধায়ক ছিলাম, বাকি সব জায়গায় সিপিএমের বিধায়ক ছিলো তাও তৃণমূলের দীনেশ ত্রিবেদী ছিল। ২০১৯ সালের সর্বশক্তি দিয়ে লড়াই করে আমি জিতেছি। এখানকার রাজনীতি নিয়ে কিছুই জানেন না দিলীপবাবু।