অবতক খবর,১৩ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন কোন জলাশয় ভরাট করা যাবে না।তবু কোন কোন জায়গায় মাঝেমধ্যেই জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসছে। আজ ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি জলাশয় ভরাটের খবর শোনা যাছিলো। আজ সেই খবর পেয়ে একেবারে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর ১ বিএলআরও দীপঙ্কর দে।

এমনকি খবর পেয়েই সেখানে উপস্থিত হন ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জঞ্জাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি সমর পাঠক। জানা গিয়েছে, অবৈধভাবে জলাশয় ভরাট করা হছিলো ওই নতুনগ্রাম এলাকায়। সেখানে দাড়িয়েই বিএলআরও বলেন, অবিলম্বে এই জলাশয় খননের কাজ শুরু করতে হবে। যদি এই জলাশয় খনন করে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া না হয় তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএলআরও দীপঙ্কর দে।গোটা বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর সমর পাঠক বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত নই। তবে বিএলআরও যা বললেন তা পালন করা হবে।না হলে আমি প্রশাসনের দারস্থ হবো।