অবতক খবর,৯ নভেম্বরঃ ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি নির্দিষ্ট টাইমে তারা বেতন পান না। অস্থায়ী কর্মীদের তিন মাস এর বেতন বাকি গ্রাচুইটি র টাকা। স্থায়ী অস্থায়ী মিলে প্রায় দেড় হাজার সাফাই কর্মী আছে ভাটপাড়া পৌরসভায়। পৌরসভা কথা দিয়েছিল যে তাদের স্থায়ীকরণ করা হবে কিন্তু তারও কোন আশা নেই। সাফাই কর্মীরা, নোংরা কাজ করে কিন্তু তাদের গ্লাভস ,বুট কিছু দেওয়া হয় না। আমরা রিক্স নিয়ে কাজ করি আমরা স্নো,পাউডার চাইছি না। কোন রকম অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ। খবর পেয়ে ভাটপাড়া পৌরসভায় আসেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম এবং কর্মীদের আশ্বস্ত করেন ১০ তারিখের রাতের মধ্যে মোবাইলে মেসেজ দেখে নেবেন বেতন ঢুকে যাবে।