অবতক খবর, ভাটপাড়া : অবশেষে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান পদে আসীন হলেন অরুণ ব্যানার্জী। তিনি দীর্ঘদিন ধরে ভাটপাড়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কিন্তু ভাটপাড়া পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে।

অরুণ ব্যানার্জীর নাম ঘোষণা হওয়ার পরেই কিছু কর্মী সমর্থক মকসুদ আলমের নাম করে চিৎকার করতে থাকেন। তারা বলতে থাকেন যে, ভাটপাড়া পৌরসভায় বাংলাভাষী পৌরপ্রধান তারা চান না। এই অঞ্চলটি মিশ্র এলাকা। অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই অঞ্চলে বসবাস করেন। বিক্ষুব্ধ গোষ্ঠীর দাবি, কোন হিন্দিভাষী কাউন্সিলরকে ভাইস চেয়ারম্যান করা হোক।

সুতরাং একদিকে তৃণমূলের আনন্দ, অপরদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়েই জমজমাট ভাটপাড়া।