অবতক খবর,৬ মেঃ ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে ফের দুর্নীতি নিয়ে সরব পুরসভারই তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। এর আগে পুরসভার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।আজ প্রকাশ্যে সাংবাদিকদের সামনে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, ভাটপাড়া পুরসভার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।

চেয়ারপারসন রেবা রাহার কাজের বিষয়েও চরম ক্ষুব্ধ তিনি। নিজের দলের চেয়ারপার্সনকে কটাক্ষ করে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য আমাদের ভাটপাড়া পুরসভায় তিনজন চেয়ারম্যান। এক ধাপ এগিয়ে সরাসরি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দিকেও নিশানা করেন তিনি। পৌরসভার ট্রাক্টর পরিষেবাতে একশ্রেণীর অসাধু চক্র কন্ট্রাকটারি প্রথা চালু করতে চাইছে। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন পরিষেবার সাথে যুক্ত একটা বড় অংশের মানুষের। তৃণমূল কাউন্সিলরের দাবী, আজ ট্রাক্টর পরিষেবার সাথে যুক্ত বেশ কয়েকজন তার কাছে এসে রীতিমতো কান্নাকাটি করেন এই কন্টাকটারি প্রথা চালুর বিষয়ে।

সেই বিষয় নিয়ে ফের পুর কর্তৃপক্ষকে নিশানা করেন তিনি। দলকে বিষয়টি জানিয়ে তিনি বলেন, চেয়ারপার্সন কাজ করতে অদক্ষ। দলের উচিত অবিলম্বে তাকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়ে আসা।