অবতক খবর,১৪ মেঃ ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে ফের উত্তপ্ত পুরসভার অন্দরে। দীর্ঘদিন ধরে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে পুরসভায় বিক্ষোভ দেখায় অস্থায়ী সাফাই কর্মচারীরা। আজ দুপুরের পর ভাটপাড়া পুরসভার ভিতরে তাদের একগুছ দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে আসেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের সাফাই কর্মী সদস্যরা। মূলত ১০ দফা দাবি নিয়ে তারা পুরসভার চেয়ারপারসন রেবা রাহার দারস্থ হন।

যদি ওই মুহূর্তে চেয়ারপারসন না থাকায় সাফাই কর্মীদের সাথে কথা বলেন পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পান্ডে।

তিনি তাদের জানান, আপাতত পুরসভার কাছে বিষয়টি নথি করা হোক। পরবর্তী সময়ে চেয়ারপারসন নিজে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। যদিও প্রাথমিকভাবে সাফাই কর্মচারীরা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নিলেও পরবর্তী সময় তারা বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারি দিয়েছেন।