ভাঙড়ে নৈশপ্রহরীকে খুনের ঘটনায় ধৃত ৩

অবতক খবর, দক্ষিণ ২৪ পরগনা : গত ২৪ ফেব্রুয়ারিতে ভাঙড় সোনাপট্টিতে সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে এসে নৈশপ্রহরী শহীদ আলী মোল্লাকে খুন করে ডাকাতরা। এই ঘটনার কিনারা করল ভাঙড় থানার পুলিশ। ভাঙড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম গোকুল আদক ওরফে শেখ শাজাহান আনসারী, শিবনাথ আদক ও দিলীপ আদক।।

সূত্র মারফত এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনদিনে ভাঙড় সোনাপট্টিতে নৈশপ্রহরী খুনের ঘটনার কিনারা করল পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল। নৈশপ্রহরীদের বাধা পেয়ে ধরা পড়ার আশঙ্কায় ওই ঘটনা ঘটে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে হাওড়ার বাসিন্দা। তবে বেশ কয়েক মাস ধরে ভাঙড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল। এই দলে আর কতজন ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের নামে একাধিক অভিযোগ রয়েছে হাওড়া সহ বিভিন্ন থানায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার গ্যাস কাটার, লক কাটার সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হবে।