ভাঙড়ে কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ঘটনাস্থলে সৌমেন মিত্র

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা : – এবার কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ভাঙ্গরের বিতর্কিত তৃণমূল নেতা মোদ্দাসের হোসেনের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ভাঙ্গড় 2 কংগ্রেস সভাপতি রফিকুল ইসলাম।

অভিযোগ গত কাল দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ভোগালী টু পঞ্চায়েত প্রধান মোদ্দাসের হোসেন এলাকার বেশ কয়েকটি জায়গায় নিজে উপস্থিত থেকে কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেন। পাশাপাশি কংগ্রেসের কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি দিতে থাকেন। যেকারণেই মঙ্গলবার ভাঙ্গরে আসেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র।

ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করে কংগ্রেস। সোমেন মিত্র পথ সভায় ঘটনার নিন্দাকরে দলগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান  । যদিও অভিযুক্ত প্রধান মোদ্দাসের হোসেন বলেন, কারা কবরস্থানে পতাকা লাগিয়েছিলো, গ্রামের মানুষ খুলে দিয়েছে, তার জন্য প্রধান দায়ী নয়।