ক্ষমতা পেয়েছি যখন
এটাই তো আমাদের বড়াই।
জনগণ বোকা থাকুক আমরা ভাগ করে খাই।
যতো ইচ্ছা ভাগ করো তোলা তুলে ফাক করো
নেতা হয়েছো এখন নিজের ইচ্ছা পূর্ণ কর।

ভাগ / তমাল সাহা 

খন্ড খন্ড বসুরধার অখন্ডের কথা বলিয়াছিলে তুমি। মধ্যরাত্রে দেশভাগ হয় ক্ষমতার তরে মহাশ্মশান-যাত্রার আগে অশ্রু জলে ভিজে যায় তোমার গণ্ডভূমি।
যোগ অঙ্ক শিখি নাই আমরা আকাশ চন্দ্র সূর্য ভাগ করা যায় না
সবাই এক অখণ্ড থাকে
মানুষ আর ভুমি শুধু ভাগ করা যায় জীবন দুর্বিপাকে।

খণ্ডকে আরো খন্ড করে রাজদণ্ড হাতে শাসক
চৌর্যবৃত্তিতে ভাগ করে নেয় রাজনৈতিক নেতারা আমরা দর্শক।

যত পারো জেলা ভাগ করো, বাড়াও আমলাতন্ত্র মাথাভারী প্রশাসক
মানুষের ভাগে কি পড়িল সে দিকে নজর নাই জেলা সভাপতিরা নৃত্য করে আনন্দদায়ক

ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে ন্যায্য হকের লড়াই
মেধাসম্পন্ন প্রজন্ম কাঁদে পেটে দানা পানি পর্যন্ত নাই

আমরা মা মাটি মানুষের দল তাদের দাবি উপেক্ষা করি মানুষের মাংস খাই।