অবতক খবর,২৭ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের শক্তিপুর ফেরিঘাটে সোমবার নৌকায় উঠানোর সময় নৌকা থেকে পড়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল একটি গাড়ি। জানা গিয়েছে রোগী নিয়ে ওই গাড়িটি ভাগিরতি নদী পেরোনোর জন্য নৌকায় উঠেছিল তখন ড্রাইভার ব্রেক কষলো অসাবধানবশত গাড়িটি নৌকা থেকে ভাগীরথীর জলে পড়ে যায়, আর জার জেরে কার্যত ভাগীরথীর জলে তলিয়ে যায় ওই গাড়িটি, ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় শক্তিপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলডাঙ্গা 2 ব্লক প্রশাসনে আধিকারিকেরা এবং শক্তিপুর থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলডাঙ্গা 2 ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী, গাড়িতে উদ্ধার কাজের জন্য দুটি নৌকা দিয়ে তল্লাশি চালায় ব্লক প্রশাসন, শক্তিপুর থানার পুলিশ এবং মুর্শিদাবাদ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদিশর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে একটি রোগীকে নিয়ে গাড়িটিকে ড্রাইভার নৌকায় ওটা ছিল তখনি অসাবধানবশত নৌকা থেকে পড়ে গাড়িটি ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়, আরও জানা গিয়েছে শক্তিপুর এর গৌরীপুর এলাকা থেকে 60 বছরের সারথি মন্ডল নামের এক রোগী ঘাট পার হচ্ছিল তখনই বিপত্তি হয়, যদিও গাড়িটি উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছে বেলডাঙ্গা 2 ব্লক প্রশাসন এবং শক্তিপুর থানার পুলিশ ও মুর্শিদাবাদ জেলার বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা।