অবতক খবর, পূর্ব বর্ধমান, মেমারি :- ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে কুড়ুলের কোপে খুন প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার কুচুটের চন্ডীপুর গ্রামে।মৃতের নাম আব্দুল ওয়াহেব মন্ডল।বয়স ৫৪। তিনি ছাড়াও তার ৩ মেয়ে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন। সদর মহকুমা পুলিশ অফিসার আমিনুল ইসলাম খান জানান; গতকাল রাত ৯.৩০ নাগাদ পুলিশের কাছে খবর আসে পারিবারিক বিবাদের জেরে চন্ডীপুর গ্রামে এক প্রৌঢ় গুরুতর আহত হয়েছেন। কুড়ুলের কোপ লেগেছে তার। রাতে তাকে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সোমবার দুপুরে মারা যান তিনি। মৃতের ভাই; ভাইয়ের বৌ ও ছেলেকে পুলিশ আটক করেছে। মৃতের পরিবারের অভিযোগ করলে পুলিশ মামলা শুরু করবে।

অন্যদিকে মৃতার স্ত্রী জাহেরুন্নেসা বিবি মন্ডল জানান; তারা একই জায়গায় থাকেন। তার স্বামী সেজ ভাই।অভিযুক্ত তারই ছোট ভাই। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি অর্থাৎ জমি ও বাড়ির ভাগ নিয়ে দ্বন্দ্ব ছিল।এলাকার লোকেরা মীমাংসা করে দিলেও তা মানা হয়নি।অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করার চেষ্টা করত।তার অভিযোগ; গতকাল রাতের ঘটনা পরিকল্পিত। রাতে প্রথমে তার মেয়ের মুখে লঙ্কা গুরো দেয় অভিযুক্তরা। এরপর তার অসুস্থ স্বামীকে মারধর করা শুরু হয়। অভিযোগ ভাই রফিক; ভাইপো আসিফ; ভাইয়ের বৌ বদরুন্নেসা বিবির বিরুদ্ধে। তাদের সঙ্গে নাকি শ্বাশুড়িও ছিলেন।রীতিমতো গলা টিপে ধরা হয়।কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। বাধা দিলে মারা হয় মেয়েদেরও।আহত হন তার স্বামী সহ তিন মেয়ে।পুলিশ জানায়; বড় মেয়ে সহ তিনজন আহত। সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল।কিন্তু তা যে এমন সাংঘাতিক রূপ নেব ভাবেননি কেউই।এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।