অবতক খবর,৬ আগস্ট: ভর্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল গ্রাম পঞ্চায়েতের কালিগঞ্জ হাই স্কুল। অভিযোগ, এই স্কুলের মোট ৭২৯ জন পড়ুয়া এবার মাধ্যমিক পাশ করেছেন। তবে মাত্র ৪০০ জন ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ মিলছে। শুক্রবার স্কুলে ভর্তি শুরু হতেই ৩২৯ জন ছাত্রছাত্রী আন্দোলনে সামিল হতেই উত্তাল হয়ে উঠে স্কুল চত্বর। ছাত্রছাত্রীদের দাবি, সবাইকে ভর্তি নিতে হবে। স্কুল সূত্রে জানানো হচ্ছে, সংসদের নির্দেশে ৪০০ জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব ছাত্রছাত্রী ভর্তি দাবিতে আন্দোলনে শামিল হয় ছাত্র-ছাত্রী অভিভাবকদের একাংশ। প্রধান শিক্ষক বিষয়টি উপরমহলে জানিয়ে প্রয়োজনীয় সমাধানসূত্র বের করার ব্যাপারে আশ্বস্ত করলে অবরোধ আন্দোলন তুলে নেওয়া হয়।