ব্রেকিং নিউজ
তমাল সাহা

যে সমস্ত পুকুরগুলি ভরাট করে প্রচুর টাকা কামাই করা হয়েছিল সরকার বিজ্ঞপ্তি দিয়েছে সেই পুকুরগুলির খনন কার্য শুরু হবে অর্থাৎ সংস্কার করা হবে অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।

সূত্রের খবর রাজ্য জুড়ে দুর্নীতি কাণ্ডে জড়িত মন্ত্রী বিধায়কদের হাতে এত মোবাইল রয়েছে যে তা লুকোনোর একমাত্র উপযুক্ত জায়গা পুকুর বা জলাশয়। সেটা নবাব জেলার এক বিধায়ক প্রমাণ করে দিয়েছেন।

অনুসন্ধানে দেখা গেছে যে এমএলএ এবং মন্ত্রীবর্গদের সংখ্যা এত বেশি যে সেই তুলনায় বিভিন্ন বিধানসভায় পুকুরের সংখ্যা অত্যন্ত কম। তাই বোজানো পুকুরগুলিতে অবিলম্বে খননকার্য শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো জানা গেছে, নবাবি বিধায়ককে ‘বিধায়ক শ্রী’ উপাধিতে ভূষিত করবার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তুতি চলছে।

উল্লেখ্য ই-টেন্ডারে আবেদন করতে হবে। তবে ঠিকাদারদের শতকরা কত হারে কাট মানি দিতে হবে সে কথা নির্দেশনামায় বলা নেই।

গাঙ্গেয় উপত্যকায় এই বঙ্গভূমিতে এটি একটি সুযোগ— ভরাটেও কাট মানি, খননেও কাট মানি অর্জন করা যায়।