অবতক খবর,১৩ আগস্টঃ ওরিয়ান এডুকেটের সহযোগিতায় ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ব্যারাকপুর 4 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হলো রোজগার মেলা।

মোট ১৫ টা কোম্পানি এই রোজকার মেলায় রোজগারের উদ্দেশ্যে একটি ক্যাম্পাসিং এর ব্যবস্থা করেছে, যেখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতকত্তর পাশ করার পর যেসব বেকার যুবক-যুবতী রা চাকরির সন্ধানে ঘুরছে তাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এ রোজকার মেলার আয়োজন করা হয়েছে। এই রোজকার মেলায় মোট প্রায় ৪০০ জন বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস।

এই রোজকার মেলায় উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ , ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতারা, এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডাক্তার মনোজিৎ রায় সহ আরও বিশিষ্ট জনেরা।

পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এই পুরো কর্মসূচি নিয়ে সুখ্যাতি করতে গিয়ে জানিয়েছেন এটা রাজনৈতিক মন্ত্রণালয় এটা মানুষ গড়ার মঞ্চ।