অবতক খবর,২ এপ্রিল: দীর্ঘ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, পোরখাওয়া মহিলা পিয়ালী দুবে শেষমেশ পেলেন জেলার দায়িত্ব। তিনি কোন স্বার্থ ছাড়াই দলের জন্য লড়তেন এবং ছুটে বেড়াতেন। আসানসোল, নন্দীগ্রাম, রামপুরহাট, কলকাতা সহ গোটা রাজ্যে ঘুরে বেড়াতেন পার্টির প্রচারের জন্য। কিন্তু এতদিন দলকে ভালোবেসেও তাঁর দলে কোন জায়গা হয়নি। ‌তিনি কাঁচরাপাড়া মানিকতলার বাসিন্দা। তাঁকে কখনো কোনো বিতর্কে দেখা যায়নি। পার্টির সিমবল নিয়েই তিনি চিরকাল রাজনীতি করে গেছেন। দলে কে এলো, কে গেল সেই নিয়ে মাথাব্যথা ছিল না কোনদিন। অবশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যারাকপুর জেলার নবনির্বাচিত মহিলা মোর্চার জেলা সভানেত্রী করা হল তাঁকে।

এর আগে ব্যারাকপুর সাংগঠনিক মহিলা মোর্চার জেলা সভানেত্রী ছিলেন অপর্ণা বল। তাঁকে অপসারণ করে পিয়ালী দুবেকে এই পদ দেওয়া হল। ফলে খুশির হাওয়া বইছে তার অনুগামীদের মধ্যে।

অন্যদিকে সূত্র মারফত জানা গেছে, পদলোভীরা পিয়ালী দুবের এই পদ পাওয়ায় খুশি নন। এবার তারা দল ত্যাগ করতে চলেছেন। শোনা যাচ্ছে, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বহু মহিলা নেত্রীরা দল ছাড়বেন খুব শিগগিরই।