অবতক খবর,৬ মেঃ ব্যারাকপুর লোকসভা অঞ্চলে এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে,রাত হলেই মাটির গাড়ি চলছে। প্রতিদিনই গাড়িতে করে মাটি পাচার হয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না। এই মা মাটি মানুষের সরকার স্লোগানের পর স্লোগান দিচ্ছে, কিন্তু মাটি যে এইভাবে পাচার হয়ে যাচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রশাসন তো নিরবই, এমনকি নীরব রয়েছে স্থানীয় নেতৃত্বরাও।

কিছুদিন আগেই আমাদের অবতক খবরে কাঁপা পঞ্চায়েতের স্থানীয় নেতারাও অভিযোগ করেছিলেন এই মাটি পাচার নিয়ে। শিবদাসপুর,পলাশি-মাঝিপাড়া,আমডাঙা সহ বিভিন্ন অঞ্চলের মাটি মাফিয়ারা ঝিল অথবা বিভিন্ন স্থান থেকে মাটি তুলে পাচার করছে।

পাশাপাশি পঞ্চায়েতের সদস্যরা উচ্চ নেতৃত্ব এবং প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে এই মাটি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।