অবতক খবর,১০ জানুয়ারি: ফের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে বড়োসড়ো ভাঙ্গন। রাজনৈতিক সূত্রের খবর আজ প্রচুর তৃণমূল এবং সিপিএম সমর্থকরা যোগদান করতে চলেছেন বিজেপিতে। আরও খবর আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ভাটপাড়া মজদুর ভবনে এই যোগদান পর্ব রাখা হয়েছে। জানা গেছে, মূলত বিক্ষুব্ধ কর্মীরা অর্থাৎ যাদের টিকিট পাবার কোন সম্ভাবনা নেই তারাই মূলত আজ বিজেপিতে যোগ দেবে। এছাড়াও দলে যারা গুরুত্বহীন হয়ে পড়েছে তারাও আজ যোগদান করবে বলে খবর।

তবে কারা যোগদান করবেন তা আজ দুপুরেই পরিষ্কার হয়ে যাবে। তবে এটুকু বলাই যায় যে, তৃণমূল এবং সিপিএমে বড়সড় ভাঙ্গন ধরবে আজ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই। সাধারণ কিছু মানুষকে আজ অর্থের বিনিময়ে যোগদান করানো হবে। যাদের রাজনৈতিক যোগাযোগ দূরদূরান্ত পর্যন্ত নেই। আর সেটিকেই ফলাও করে দেখানো হবে। কারণ বিজেপিকে এখন আর কিছু নেই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করছেন তাতে এই দল থেকে অন্য দলে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না। দিল্লির কিছু নেতাদের জানাতে হবে বলেই তারা আজ সাধারণ কয়েকজনকে যোগদান করি লাইম লাইটে আসতে চাইছে।