অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ কলকাতা ও শহরতলীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির গ্রাফ। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমায়। ব্যারাকপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ডিঙ্গি আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।হসপিটালে এই মুহূর্তে প্রায় 35 জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি আছে।

বারাকপুর পৌরসভার ৩৫টি ওয়ার্ড এর মধ্যে তিনটি ওয়ার্ড ের দেখা গেছে ডেঙ্গি সংক্রমণ। কুড়ি নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা চার জন ২১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত সংখ্যা তিনজন। পৌরসভার পক্ষ থেকে মানুষের মধ্যে ডেঙ্গি সচেতনতা বাড়াতে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিল করা হয়।

প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে। ডেঙ্গি আক্রান্ত এক রুগী তিনি বাড়িতে চিকিৎসা করছেন তিনি বললেন পাঁচ দিন ধরে তিনি আক্রান্ত হয়ে বাড়িতেই রয়েছে। বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস যেখানে খবর পাওয়া যাচ্ছে। কেউ ডেঙ্গি আক্রান্ত হচ্ছে সেখানে ক্যাম্প করা হচ্ছে। সচেতনতা বাড়াবার জন্য যে সমস্ত জায়গায় জল জমছে পৌরসভার আশা কর্মীরা সেগুলো তদারকী করছেন।