অবতক খবর,৭ আগস্টঃ রাজ্যে শিল্পের দিকে বাড়তি নজর দিয়েছে নবান্ন। এ রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের অগ্রগতির লক্ষ্যে রাজ্য সরকারের ক্ষুদ্র -ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের ব্যবস্থাপনায় ব্যারাকপুর ব্লক এক বিডিও অফিসে সোমবার থেকে শুরু হলো এমএসএমই ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে ব্লকের বিভিন্ন ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পপতিদের নানান সমস্যার সমাধানের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষকদের সমস্যা সমাধান করা হবে।

এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি পণ্য বিক্রয়ের সুযোগ, সরকারি টেন্ডার এ অংশগ্রহণের থেকে রেহাই, দেশের বৃহত্তম ক্রেতাদের কাছে পৌঁছানোর সহজতম উপায় এই ক্যাম্প। সরকার মনে করছে পরিচ্ছন্ন, স্বচ্ছ ও সার্বজনীন পেমেন্ট পদ্ধতির সুযোগ লাভ, নতুন নতুন পণ্যের ধারণা সহ আরো বহুবিধ সুবিধালাভ হবে বলে মনে করা হছে।ব্যারাকপুর ব্লক এক এর বিডিও অফিসে এই ক্যাম্প চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।পুরো ক্যাম্পটি ঘুরে দেখেন পানপুরের বিডিও রাজশ্রী চক্রবর্তী। তিনি জানান, এই ক্যাম্পের মধ্যে দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন শিল্প উদ্যোগীরা।এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ হওয়ারও সম্ভাবনা প্রবল।