নিপীড়িত লাঞ্ছিত মেহনতি মানুষের জন্য গান গেয়েছিলেন যিনি তিনি হলেন পিট সিগার

ব্যাঞ্জো ও বারো তারের গিটার
তমাল সাহা

গান ততক্ষণে বাতাসে ভেসে গিয়েছে
কার নামে তুমি হুলিয়া করবে জারি
জন ব্রাউন ততক্ষণে কবরে ঘুমিয়ে পড়েছে
কাকে জেলে পুরবে তুমি
ফুলগুলি সব কোথায় গেল
ততক্ষণে ডানা মেলে দিয়েছে উড়াল
কার গানের আসরে ঢিল ছুঁড়বে তুমি

কোমর ডুবে গিয়েছে কাদায়
শ্যাম চাচাকে যদি ভালোবাসো তুমি
তাদের ফিরিয়ে আনো ঘরে
বিপজ্জনক গানগুলি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে
পালাও পালাও রণাঙ্গন থেকে

মাইকেল নোঙর বাঁধবেই তীরে
গসপেলের ভাবনা জনতার গান হয়ে গেলে
জয় তো আমাদের হবেই,
আমরাই করবো জয় সুনিশ্চয়

মাথার উপরে সীমাহীন আকাশ
পায়ের নিচে সোনালী উপত্যকা
রেড উড অরণ্য থেকে বাতাস
খাড়ির শরীর বেয়ে ছুটে যাবে জলস্রোত
সব আমাদের, তুমি আর আমি পাশাপাশি
সমগ্র দুনিয়া তো তোমার আমার জন্যেই
সে তো কবেই হয়ে গেছে জানাজানি

সব সুর গান হয়ে বাজবে কন্ঠে
কলেজ ক্যাম্পাসে ক্যাফেতে গির্জার বাইরে
জনতার ভিড়ে পথে প্রান্তরে সড়কে

শ্রম স্বেদ ও নিপীড়িতের বেদনার সাথে
মিশে যাবে চলমান জীবনের কথা
মুখর হবে ব্যাঞ্জো বারো তারের গিটার

মদিরায় চুমুকের চেয়েও মধুর
তোমার আমার ঠোঁটে ঠোঁট স্পর্শের বাহার