অবতক খবর, শিলিগুড়ি: ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দেশজুড়ে ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘটে নাকাল সাধারন মানুষ। অনেকেই এই ধর্মঘটের কথা না জানায় বিপদে পড়েছেন বেশী করে,ব্যাঙ্কের সাথে সাথে এটিএমগুলিও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

ভোগান্তিতে পড়েছেন বাইরে থেকে আসা পর্যটকেরাও।  অনেকের কাছে পর্যাপ্তভাবে টাকা না থাকায় বিপদে পড়েছেন ভীষনভাবে। তাদের দাবী মানবার জন্য গতকাল পর্যন্ত সময় দিয়েছিলো ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি। গতকাল রাতে  তারা ধর্মঘটের পথ বেছে নেয়।  এদিকে ৪৮ ঘন্টা ব্যাঙ্ক ধর্মঘটে সবচাইতে বিপদে পড়ে গেছেন শিলিগুড়িতে বাইরে থেকে আসা রোগী এবং রোগীর পরিজনেরা। এটিএম বন্ধ থাকার কারনে ওষুধ কিনতে পারছেন না তারা।

আজ সকালে ব্যাঙ্ক সংগঠনের একাংশ ব্যাংক ধর্মঘট উঠিয়ে দেওয়ার  পক্ষে থাকলেও অধিকাংশই ব্যাঙ্ক ধর্মঘটের পক্ষে থাকায় ধর্মঘট শুরু হয়।এদিন শিলিগুড়ির সব এটিএম কাউন্টারই বন্ধ ছিলো।