অবতক খবর , বিজু , বর্ধমান :- ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিম বর্ধমান জেলায় চালু হল মুসকিল আসান শিবির।এদিন আসানসোলের রবীন্দ্রভবনে এই অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন সহ প্রশাসনের অনান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিনের অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের তরফে সুভাষ আগারওয়াল, রাজেন্দ্র প্রসাদ খৈয়তান, বুলু চ্যাটার্জি, শচীন রায় সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে এই মুসকিল আসান শিবির করা হয়েছে।জানা গিয়েছে, এই মুসকিল আসান শিবিরে ব্যবসা ও ইন্ডাস্ট্রি করতে কোনো সমস্যা হলে তা খুব শীঘ্রই সমাধান করা হবে।

জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো সমস্যা হলে আবেদন করলেই তা সমাধান করা হবে। ব্যবসায়ীদের সুবিধার্থের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই মুসকিল আসান শিবির চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা।