অদ্ভুত দাবি উঠেছে দেবক ও হালিসহর গঙ্গার পাড় জুড়ে। আমরা বেআইনি বাজি কারখানা ভাঙতে দেবো না। হোক কারখানা বেআইনি তবুও ওরা আমাদের পেটে দেয় একমুঠো ভাত। জনপ্রতিনিধি, পুলিশ আমাদের কি খোঁজ খবর রাখে দিনরাত?
যদি ভেঙে দেওয়া হয় কারখানা, আমরা থাকবো ভুখা,পেটে ভাত জুটবে না। কারখানা আইনি না বেআইনি সেটা তো সরকারের ব্যাপার। সরকার যে ভাত দিতে পারে না,সেটা কোন্ আইন?

বোমা বেঁধে খাই
তমাল সাহা

আমরা বোমা বেঁধে খাই
আমরা বোমা বেঁধে মরি।
আমাদের জীবনের জল
বারুদ হাতে যায় গড়াগড়ি।

কারখানা হোক না বেআইনি
আমরা তা ভাঙতে দেবো না।
সেই কবে থেকে এই মরা পেটে
দিচ্ছে ভাত, এই বেআইনি বোমা।
সবাই জানে শাসক জানে না!

কারখানা উঠে গেলে কে দেবে
আমাদের আইনি ভাত?
বেআইনি ভাত খেয়েই আমরা
কোনোরকমে বেঁচে থাকি
পুলিশ মাতব্বরা তফাত যাক।

এই দেশে শত শত বারুদ ঘর
চালায় কারা, কে না জানে?
পার্টিম্যান পঞ্চায়েত সদস্যও
মালিকানায় আছে
বাতাস বলে যায় কানে কানে।

পুলিশ-পার্টি দাদারা
রীতিমতো হিস্যা পায় মাসকাবারি।
শুধু সরকার সাহেব জানেন না
জানা আছে সবারই।

মরবো তো একবার, বোমা বেঁধেই মরি।
জীবনে ভাত কোনোদিন দিয়েছিল বোমা
তাকে প্রণাম করি।