বঙ্গীয় বোম-বাড়িতে বাস
বারুদের বিছন ক্ষেতে, দারুণ চাষবাস
কপালে লেখা আছে সর্বনাশ!

এগরায় বিশাল বোমা বিস্ফোরণ। উড়ে গেছে বাড়ি আর কী হয়েছে, আমি জানিনা।
শুধু বোমার সঙ্গে মুখোমুখি কথা হয়েছে…

বোমা বলছে
তমাল সাহা

খবর বলছে,
বোমা বিস্ফোরণে উড়ে গেছে বাড়ি।
আমি বলি, এ আবার কি কথা?
বিস্ফোরণে উড়বেই তো বাড়ি,
কবে উড়েছে পুলিশের ফাঁড়ি!

খবর বলছে,
বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন
ছড়িয়ে আছে মানুষের দেহ।
আমি বলি, এ আবার কি কথা?
বিস্ফোরণে কেউ কি কখনো
দেখেছে নেতাদের নিহত দেহ!

বোমাকে জিজ্ঞেস করি,
এটা কি করলি তুই?
সে বলে, নেতাদের ভয় পাই
তাই নেতাদের করি অগ্রাহ্য।
বেছে বেছে মানুষ গিলে খাই
মানুষের মত কে আছে আর
এই দুনিয়ায় বেশি দাহ্য!

খবর বলছে,
বোমা বিস্ফোরণ ঘটেছে দুর্ধর্ষ।
বোমা বলে, এ আবার কি কথা?
বোমা বিস্ফোরণ ছাড়া অন্য কিছু হয় নাকি
বিমর্ষ বলে তার কাছে কোনো শব্দ নেই
বিস্ফোরণ ঘটানোতেই তার সুখের হর্ষ!

বোমা আরো বলে,
আমরা শ্রীকৃষ্ণভক্ত, গীতাই আমাদের সম্বল
কর্ম করে যাই, চিন্তা করি না কোনো ফল।
আমাদের বিধ্বংসী আয়োজন—
মারণযজ্ঞ,মানুষ মরুক অগণন!