অবতক খবর,৩ অক্টোবর,বালুরঘাট: করোনা কঠিন পরিস্থিতির মধ্যে মন ভাল ছিল না বালুরঘাটের আনন্দবাগান পাড়ার. চত্য্র্থ শ্রেনীর শুভায়ু বর্মন ও তার বোনের।
কেননা করোনার কারনে এবারও বুঝি বোনকে নিয়ে ঠাকুর দেখতে বেড়োন হবে না।তাই বোনের আবদার মেটাতে বাড়িতেই বানিয়ে ফেলল মাত্র কয়েক ফুট উচ্চতার মা দুর্গা।

আনন্দবাগান পাড়ার বাসিন্দা পেশায় রাজ্য পুলিশের কনেস্টবল স্বপন বর্মনের ছেলে শুভায়ু ছোট অবস্থ্যায় একবার গনেশের মুর্তি করে বাড়ি ও পাড়ার বাসিন্দাদের তাক লাগিয়ে দিয়েছিল শুভায়ু। তাই করোনার আবহে যখন বাড়ির বাইরে অন্যদের সংগে খেলাধুলো সব বন্ধ। তখন ছোট্ট বোনের আবদার মেটাতে মুর্তি গড়ার খেলায় মেতে উঠতে কোন অসুবিধে হওয়ার নয়।

বাশের কাঠামো থেকে খড় মাটি জোগাড় করে মাত্র ১৫ দিনেই দুর্গা প্রতিমা গড়ে বাড়ির সবাইকে আবারও তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট শুভায়ু। কিন্তু মুর্তি যখন গড়াই হয়েছে তখন পরিবারের ইচ্ছে বিশেষ করে ঠাকুমার ইচ্ছে নম নম করে হলেও ষষ্ঠীতে ঘট বসিয়ে ফুল বেলপাতা ও চালকলা বাতাসা ও ফলমুল দিয়ে পুজোর চারদিন করোনা কালে বাড়ির সবাইকে নিয়ে পুজোর আনন্দে মেতে ওঠা।