অবতক খবর,২০ জানুয়ারিঃ গঙ্গার পাড়ের শহর বৈদ্যবাটী এবং সেই বৈদ্যবাটি পৌরসভা জুড়েই দিনদিন বেরে যাচ্ছিল চুরি ডাকাতের ঘটনা। সেই চুরি ডাকাতের ঘটনা এড়াতেই শ্রীরামপুর থানার পক্ষ থেকে নাইট গার্ড দেওয়ার কথা বলা হয় বৈদ্যবাটী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলেরকে কিন্তু সেই ব্যবস্থাতেও স্বস্তি মেলেনি স্থানীয় বাসিন্দাদের নাইটগার্ড দিতে গিয়ে কোথাও বসছিল মদের আসর আবার কোথাও কাজে গাফিলতি তাই বৈদ্যবাটী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে নেয়া হলো এক মহান উদ্যোগ। পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হলো প্রায় ৩০ টি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে প্রায় ১৩ হাজার মানুষকে এবং প্রায় দুই হাজার পরিবারকে সুরক্ষিত করা হলো এতে খুশি সাধারণ ওয়ার্ড বাসিন্দারা।

এক বাসিন্দা জানান, এতদিন ধরে এরকম কাজ কোথাও হয়নি আগে মেয়েদের নিরাপত্তা বা রাত্রিবেলা মেয়েদের বাড়ি ফিরতে গেলে শীতকালে গা ছমছম করতো কিন্তু এবার থেকে আমরা অনেকটা স্বস্তিতে বা শান্তিতে বাড়ি ফিরতে পারবো। ওয়ার্ড কাউন্সিলর জানান শীত পড়েছে তাই চোরের উপদ্রবও বেড়েছে বেশ কিছু জনের বাড়ি থেকে সাইকেল বাইক ইত্যাদি কি হয়ে গেছে সেই জন্যই তিনি একটা অর্থনীতির মিটিং দেখে চিন্তা ভাবনা করে কুড়ি নম্বর ওয়ার্ডে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেন এসব মেয়েদের নিরাপত্তা কথা ভেবে এই কাজটি তিনি করেন। প্রশাসনের তরফ থেকে নাইট ঘাটের কথা বলা হলে সেই হবে কিন্তু সাড়া পাওয়া যায়নি কারোর থেকেই। সেই কারণেই তিনি পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর চিন্তা ভাবনা করেন। এখনো পর্যন্ত তিনি ২৪ টা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন এতে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে এবং এক সপ্তার মধ্যে আরো আটটি ক্যামেরা লাগিয়ে পুরো ওয়ার্ডটি কমপ্লিট করবে বলে জানিয়েছেন।