অবতক খবর :: আসানসোল ::    আসানসোল পৌরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ডে মরিচকোটা গ্রামে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। সেখানে চিকিৎসক সপ্তাহে একদিন আসেন। স্বাস্থ্যকর্মীরাও স্বাস্থ্য পরিষেবা দিতে পারছেন না। আর সেই কারণে গ্রামবাসীরা বিক্ষোভ সামিল হল। গ্রামবাসীদের দাবী কাউন্সিলর শ্রাবণী মণ্ডল স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে এখানও কোনো রকমের ব্যবস্থা নেয়নি। এখানে সাধারন চিকিৎসাও হয় না।

অন্যদিকে কাউন্সিলর শ্রাবণী মণ্ডলের দাবি গ্রামবাসীরা জানেন না স্বাস্থ্য কেন্দ্রের জন্য ইতিমধ্যেই টাকা মঞ্জুর করা হয়েছে। প্রায় ২৭ লক্ষ টাকা দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

শ্রাবণী মণ্ডল জানান হয়তো আগের মতো অবস্থায় ফিরবে না স্বাস্থ্যকেন্দ্র, তবে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেটা খুব দ্রুত করে ফেলা হবে।