ভারতবর্ষ তো বিশাল দেশ। ১৩০ কোটি মানুষ। ৫-৭ লক্ষ মানুষ মরলে ক্ষতি কি! রাষ্ট্রের কি দোষ বলো? কোভিড বলে কথা! এতো প্রাকৃতিক বিপর্যয়। রাষ্ট্রের কি এতে হাত আছে! সুতরাং মরুক মানুষ!

বেহায়া
তমাল সাহা

বি ই ডি বেড, বেড মানে বিছানা
হাসপাতালে পাওয়া যাচ্ছে না।
উনি বাজিয়েছিলেন থালি
ইনি বলছেন বেড করে দাও খালি।

বাড়ছে সংক্রমণ,বাড়ছে মরণ
পথে পড়ে মৃতদেহ, ঈশ্বরই শরণ।

গালফোলানা আওয়াজ—
এতো এতো কোভিড হাসপাতাল!
ভয় নেই, দেখো সারি সারি শয্যা
আমি দেখি অসংখ্য মৃত্যুসজ্জা।

এতো মিথ্যেবাদী তুই?
আছে তোর কোনো লজ্জা!